Home » খেলাধুলা » আরেকটি সোনার পদক পেল বাংলাদেশ

আরেকটি সোনার পদক পেল বাংলাদেশ


এসএ গেমসে আরেকটি সোনার পদক পেল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে মঙ্গলবার কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতেন আল আমিন।
আল আমিনের সোনা জয়ের দিনে বাংলাদেশ একটি রুপাও পেয়েছে। কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন সেনাবাহিনীরই ফেরদৌস। সোমবার এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতে নেন হোমায়রা আক্তার। এরপর সোনার পদক জেতেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে দেশের প্রথম সোনার পদক জেতা দিপুও সেনাবাহিনীর সদস্য।
সোমবার ছেলেদের এককে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেন হাসান খান সান। আনন্দের দিনে হতাশা শুধু ফুটবলে। ভুটান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০তে হেরে এসএ গেমসের আসর শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।