Home » বিনোদন » ভারতকে ভালোবেসে মেয়ের নাম ইন্ডিয়া রাখলেন

ভারতকে ভালোবেসে মেয়ের নাম ইন্ডিয়া রাখলেন

ভাবা যায়! ভারতকে ভালোবেসে নিজের মেয়ের নাম ইন্ডিয়া রেখে ফেললেন হলিউড অভিনেতা ক্রিশ হেমসওয়ার্থ (Chris Hemsworth)। এভাবেই তিনি বোঝালেন, ভারত রয়েছে তাঁর হৃদয় জুড়ে।  গতবছর নেটফ্লিক্সের (Netflix)-এর  একটি প্রোজেক্ট  ঢাকা (Dhaka)-র শুট করতে এসেছিলেন এদেশে। আহমেদাবাদ আর মুম্বইয়ে শুটিং হয়েছিল। একই সঙ্গে সোনি পিকচার্সের আগামী ছবি মেন ইন ব্ল্যাক (Men in Black: International)-এর প্রচারও সেরেছেন তিনি।  সেই সময় আইএএনএস ( IANS)-কে দেওয়া এক সাক্ষাতকারে ক্রিশ জানান, এখানে শুট করতে না এলে ভালো ভাবে জানতেই পারতেন না ভারতকে। এখানে কাজের অভিজ্ঞতা সারাজীবন মনে রাখব। একই সঙ্গে তিনি জানান, তাঁর স্ত্রী এলসা (Elsa Pataky) অনেকদিন ভারতে কাটিয়ে গেছেন। সেই সূত্র ধরেই তাঁদের মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া।